ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘চরম অসদাচরণের’ দায়ে ৬ কর্মকর্তাকে বরখাস্ত করলেন থাই রাজা

প্রকাশিত: ০২:৪৬, ২৪ অক্টোবর ২০১৯

‘চরম অসদাচরণের’ দায়ে ৬ কর্মকর্তাকে বরখাস্ত করলেন থাই রাজা

অনলাইন ডেস্ক ॥ অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে তার রাজসঙ্গীর পদবী ও মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার তিন দিনের মধ্যে থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন চরম অসদাচরণের অভিযোগে আরও ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া এই ছয় জনের মধ্যে একজন নারী কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দুই জন রাজকীয় রক্ষী রয়েছেন বলে বিবিসি জানিয়েছে। ‘নিজের ও অন্য লোকদের লাভের জন্য তারা তাদের দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করছিলেন’ বলে অভিযোগ করা হয়েছে। এর আগে সোমবার রাজসঙ্গী সিনিনাথ ওংভাজিরাপাকদির পদবী ও মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। রাজকীয় গৃহস্থালী ব্যুরোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাকোলকেত চন্ত্ররা পদচ্যুত ছয় কর্মকর্তার মধ্যে রয়েছেন বলে জানানো হয়েছে। রাজকীয় এক ফরমানে বলা হয়েছে, “নিজেদের ও অন্য লোকদের লাভের জন্য তারা অসৎ কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দাপ্তরিক অবস্থানের অপব্যবহার করে আচরণবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়েছেন। “তারা রাজকীয় বিধানও মেনে চলেননি, এতে রাজকীয় বিষয়গুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।” গত জুলাইয়ে সিনিনাথকে রাজসঙ্গী হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাজা ভাজিরালংকর্ন, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে তার পদবী ও মর্যাদা কেড়ে নেওয়ায় অনেক বিস্মিত হয়েছিলেন। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি, এরপর আরও ছয় কর্মকর্তাকে বরখাস্ত করলেন থাই রাজা।
×