ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহু ব্যর্থ ॥ সরকার গঠনের দায়িত্ব এখন বেনি গান্তজের ওপর

প্রকাশিত: ২৩:২০, ২৪ অক্টোবর ২০১৯

নেতানিয়াহু ব্যর্থ ॥ সরকার গঠনের দায়িত্ব এখন বেনি গান্তজের ওপর

অনলাইন ডেস্ক ॥ ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বেনি গান্তজের ওপর। গত নির্বাচনের ফলাফলে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেনিগান্তজকে ঐক্য জোটের সরকার গঠন করতে হবে। সম্প্রতি কাল-কুদস বা জেরুজালেম শহরে এক সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট রোভেন রিভলিন বেনি গান্তজকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। পরে এক সংবাদ সম্মেলনে জেনারেল গান্তজ বলেন, “আমি একটি উদারপন্থী ঐক্যমতের সরকার গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। এজন্য প্রয়োজন হলে আগামী কিছুদিনের মধ্যে আমি কঠোর সিদ্ধান্ত নেব। গত এক দশক ধরে নেতানিয়াহু ক্ষমতায় ছিলেন এবং এই প্রথম তার বাইরে অন্য কেউ ইসরাইলের সরকার গঠন করতে যাচ্ছেন। তবে জেনারেল বেনি গান্তজ যদি সরকার গঠনে ব্যর্থ হন তাহলে ইসরাইলে নজিরবিহীনভাবে তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের দ্বিতীয় দফা নির্বাচন হয়। নির্বাচনে ইসরাইলের সংসদ নেসেটের ১২০ আসনের মধ্যে বেনি গান্তজের দল পায় ৩৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহু দল পেয়েছে ৩২টি আসন। কম আসন পেয়েও নেতানিয়াহু সরকার গঠনের প্রচেষ্টা চালান কিন্তু তিনি তাতে সফল হতে পারেন নি। এরপরই বেনি গান্তজকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হলো।
×