ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাজ ভাবনা -বিষয় ॥ সন্তানের প্রতি নিষ্ঠুরতা

প্রকাশিত: ১২:০৫, ২৪ অক্টোবর ২০১৯

সমাজ ভাবনা -বিষয় ॥ সন্তানের প্রতি নিষ্ঠুরতা

শাহীন চৌধুরী ডলি ॥ সামগ্রিকভাবে আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সমাজের সর্বস্তরে নিষ্ঠুর আচরণ মাত্রাতীতভাবে বেড়ে গেছে। বিশেষ করে শিশুর প্রতি নির্যাতন নৃশংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শুধু বাইরেই নয় বরং পরিবারের ভেতরেও শিশুর প্রতি স্নেহ, মায়া, সহনশীলতা কমে যাচ্ছে। জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মায়ের হাতে শিশু নিগ্রহ হচ্ছে, নির্মমভাবে খুন হচ্ছে। কিন্তু কেন এই বিকার আর কেনইবা নিজের শিশুকে নিজের পিতামাতার হাতে নিষ্ঠুরভাবে জীবন দিতে হচ্ছে? শিশুর জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। মায়ের আঁচল প্রতিটি শিশুর জন্য নিরাপত্তার চাদর ও শান্তির আবাসস্থল। মায়ের বুকে শিশু খুঁজে পায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও নির্ভয় আশ্রয়। একটি শিশুর জন্য তার মা-বাবার চেয়ে আপন কেউ হতে পারে না। মানব শিশু ¯্রষ্টার দেয়া শ্রেষ্ঠ উপহার। ইচ্ছে করলেই কোন বাবা-মা সন্তান জন্ম দিতে পারেন না। সন্তান জন্মের পর তার ফুলের মতন মুখ দেখে মা তার দশ মাস দশ দিনের গর্ভকালীন কষ্ট এবং অসহ্য প্রসব যন্ত্রণা নিমিষে ভুলে যান। একটি নতুন শিশুর জন্মে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। সারারাত নিজে না ঘুমিয়ে মা শিশুর সেবা করে। স্ত্রী সন্তান তথা পরিবারের সুখের জন্য একজন বাবা ক্রমাগত পরিশ্রম করে যান। যত অসচ্ছল অবস্থাই হোক কেউ নিজের সন্তান ত্যাগ করার কথাও ভাবতে পারে না। আমরা অত্যন্ত বেদনাদায়ক এক ভয়ংকর সময়ে উপনীত হয়েছি। এর থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে হবে। এক একটা ঘটনা ঘটছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মিডিয়াতে এবং সুশীল সমাজে সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। তীব্র প্রতিবাদে সোচ্চার হচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যেই নতুন আরেক জঘন্য ঘটনার নিচে পূর্বের জঘন্য ঘটনার বিচার এবং আলোচনা স্তিমিত হয়ে আসছে। আমাদের ভুলে গেলে চলবে না প্রতিটি ঘটনাই সমান বেদনাদায়ক। প্রতিটি ঘটনার যথাযথ বিচার হওয়া উচিৎ। সন্তানরা ভুল করলে তাদের সুন্দরভাবে বুঝাতে হবে। ধর্মীয় অনুশাসন নিজে মানতে হবে এবং শিশুকে মেনে চলার তাগিদ দিতে হবে। খারাপ-ভালোর পার্থক্য বুঝাতে হবে। নিজে ভালো কাজ করে শিশুকে ভালো কাজে উৎসাহ দিতে হবে। লোভ পরিত্যাগ করতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়। সংসারে ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা সংসারে সুখ আনে। প্রতিটি শিশু যেন বাবা-মায়ের কোলের নিরাপদ চাদরে সুখে শান্তিতে থাকে সেই দায়িত্ব বাবা-মায়ের। ব্রাহ্মণবাড়িয়া থেকে
×