ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লঘুচাপের প্রভাবে বৃষ্টি

প্রকাশিত: ১১:২২, ২৪ অক্টোবর ২০১৯

লঘুচাপের প্রভাবে বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ বুধবার সকাল থেকেই আকাশ মেঘে ঢেকে ছিল। দুপুর না হতেই শুরু হলো বৃষ্টি। চলল টানা প্রায় ২ ঘণ্টা। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। ফলে প্রকৃতিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে বুধবার বৃষ্টিপাত হয়েছে। আজ দেশের উপকূলীয় এলাকাসহ দক্ষিাণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান জনকণ্ঠকে বলেন এখন পর্যন্ত যে পর্যবেক্ষণ তাতে এই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের পরিণত হওয়ার সম্ভবনা কম। যেহেতু লঘুচাপের মধ্যে মেঘমালা সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাত ঝড়ছে এ কারণে বলা যায় নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা কম। তবে আজও উপকূলীয় এলাকায় এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে প্রকৃতি থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে গত ১৪ অক্টোবর। এখন পশ্চিমা লঘুচাপ অনেকটাই সক্রিয় হয়েছে। আগামী বছর আবার মৌসুমি বায়ু আসার আগে এই পশ্চিমা লঘুচাপের কারণেই বৃষ্টিপাত হবে। এখন পর্যন্ত যে পর্যবেক্ষণ তাতে সাগের ঘূর্ণিঝড়ের কোন পূর্বাভাস নেই। তবে গত বছরে এই সময়ে সাগরে সৃষ্টি হয় ঘুর্ণিঝড় তিতলি। এই তিতলি কারণে ওড়িশা এবং ভারতের পার্শ্ববর্তী কিছু এলাকায় ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিতলির প্রভাব এখানে বৃষ্টিপাত হয়েছিল বেশ। এদিকে বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল। দুপুর থেকে ঝড়তে শুরু করে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যানাগাদ রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া এ দিনের দেশে সর্বোচ্চ সাতক্ষীরায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপরূপে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হাল্কা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাংশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যত্র তা প্রায় অপবিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের কারণে দেশের মধ্যাঞ্চলে গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে ঢাকাসহ আশেপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে। এছাড়া বিচ্ছিন্নভাবে খুলনা, বরিশাল ও পটুয়াখালীতেও বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
×