ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু ১৪ নবেম্বর

প্রকাশিত: ১১:১৯, ২৪ অক্টোবর ২০১৯

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু ১৪ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ লোকসঙ্গীতের মহোৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’ শুরু হচ্ছে আগামী ১৪ নবেম্বর। সান ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী এবারের উৎসব হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ সঙ্গীত পরিবেশন। এ বছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবের পঞ্চম আসর। বিগত বছরের মতো এবারও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ থাকছে। এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয় দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী জড়ো হচ্ছেন একই মঞ্চে। উল্লেখযোগ্য শিল্পীরা হলেনÑ বাংলাদেশের শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানার কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল, ভারতের দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে এ্যান্ড বামাদা। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোঃ সাঈদ এবং লোকসঙ্গীতশিল্পী ফকির শাহাবুদ্দিন। সংবাদ সম্মেলনে অতিথিরা সবাই বাংলা লোকসঙ্গীতের রতœরাজিকে বিশ্বের সামনে তুলে ধরে এর প্রসারের জন্য কাজ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী বলেন, লোকসঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু করি ২০১৫ সাল থেকে। আয়োজনটি এখন সব মানুষের উৎসবে পরিণত হয়েছে, লোকসঙ্গীতের মিলনমেলাও বলা যায় এটি। প্রতিবারের মতো এবারও সবার সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ নবেম্বর থেকে ১০ নবেম্বর পর্যন্ত। এজন্য দর্শকদের ফযধশধরহঃবৎহধঃরড়হধষভড়ষশভবংঃ.পড়স ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিনদিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্ট করা এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কল করা যাবে ১৬৩৭৪ নম্বরে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন।
×