ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৫ বছরের রেকর্ডভঙ্গ পাইওনিয়ার ফুটবলে

প্রকাশিত: ০৭:৩৮, ২৩ অক্টোবর ২০১৯

১৫ বছরের রেকর্ডভঙ্গ পাইওনিয়ার ফুটবলে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ধুপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠে অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অ-১৫) ফুটবল লীগ কেন্দ্রীয় জোন গ্রুপ ‘খ’-এর খেলায় ঢাকা মনসুর স্পোর্টিং ক্লাব ১১-১ গোলে গফুর বেলুচ ফুটবল একাডেমিকে হারিয়েছে। ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের মোঃ নাহিদ। নাহিদ করে ৫ এবং তার সতীর্থ মোঃ সোহান করে ৬ গোল। পাইওনিয়ার ফুটবল ইতিহাসে এটিই ছিল প্রথম ডাবল হ্যাটট্রিক। ক্লাবের পরিচালক মনুসর আলী জনকণ্ঠকে আবেগী কন্ঠে জানান, ‘ভাই, আমার জানামতে পাইওনিয়ার ফুটবলে গত ১৫ বছরের মধ্যে এত গোলের ব্যবধানে আমার ক্লাবই জিতেছে। তাছাড়া এক ম্যাচে কোন দলের এক খেলোয়াড় ডাবল হ্যাটট্রিক করেছে এই লিগের এটাও আরেকটা রেকর্ড।’ এই খেলায় রেফারি হিসেবে ছিলেন হারুন তালুকদার, ইছাদ হোসেন, শিমুল হোসেন এবং নূর হোসেন।
×