ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুখপাত্র নিয়ে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা, দাবি এখন ১৩টি

প্রকাশিত: ০৭:১৬, ২৩ অক্টোবর ২০১৯

মুখপাত্র নিয়ে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা, দাবি এখন ১৩টি

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের একটি হোটেলে নিজেদের মুখপাত্র ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানকে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছেন ক্রিকেটারটরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরছেন ক্রিকেটারদের এই মুখপাত্র। এ ১৩ দফা দাবির একটি লিখিত কপি ডাক ও কুরিয়ারযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছেন ক্রিকেটাররা। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমিটির পদত্যাগ করতে হবে এবং পেশাদার ক্রিকেট অ্যাসেসিযোশন গঠন করতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের র‌্যাভিনিও আয়ের ভাগ দিতে হবে, বিপিএল ও ঢাকা লীগ আগের ফরম্যাটে আনতে হবে। বিদেশি একাধিক ফ্যাঞ্চাইজি লীগে খেলার সুযোগ দিতে হবে, সময়মতো সব পাওনা পরিশোধ করতে হবে। ক্রিকেটারদের এ আন্দোলন দাবি পূরনের জন্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় বিস্তারিত আসছে...
×