ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঙ্গু যুবকের হাঁসের খামার

প্রকাশিত: ০৬:২৪, ২৩ অক্টোবর ২০১৯

পঙ্গু যুবকের হাঁসের খামার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানবীর শিক্ষা করোনা ভিক্ষা-এমন মূল্যবোধ জাগ্রত করতে সড়ক দূর্ঘটনায় পা হারানো যুবক মোঃ অলিউল্লাহর জীবন-মানোন্নয়নে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে নিজস্ব অর্থায়নে হাঁসের খামার করে দিয়ে রিতিমতো ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশালের বানারীপাড়া থানার এএসআই মোঃ জাহিদ হোসেন। ২০১৮ সালের ১৩ মার্চ নেছারাবাদ ছারছীনা মাদ্রাসার ছাত্র মোঃ অলিউল্লাহ সড়ক দূর্ঘটনায় ট্রলি উল্টে বাম পায়ের পাতা কেটে পরে যায়। এরপরে বহু কষ্টে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পরে তার পরিবার। অলিউল্লাহর পিতা নবির হোসেন শারীরীকভাবে অসুস্থতা নিয়ে দিনমজুরের কাজ করে কোন একমতে সংসার চালাচ্ছেন। বহুদিন আগেই অলিউল্লাহর পিতা নবির হোসেনের পৈত্রিক ভিটে মাটি সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে তারা বানারীপাড়া সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে জম্বদ্বীপ গুচ্ছগ্রামের পাশে আশ্রয় গ্রহণ করেন। এরপর দিনমজুরের কাজ করে নিজের বসবাসের ঘরটিও তুলতে পারেনি অলিউল্লাহর বাবা। অভাবের সংসারে অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় অলিউল্লাহর। পরে জীবিকার তাগিদে অলিউল্লাহ ট্রলির শ্রমিক হিসেবে কাজ নেয়। গত বছরের (২০১৮ সালের) ১৩ মার্চ নেছারাবাদের জলাবাড়ি নামস্থানে ট্রলি উল্টে গুরুত্বর আহত হয়ে পা হারায় অলিউল্লাহ। বর্তমানে নিজের পঙ্গু জীবনের মতো তার পরিবারও খুড়িয়ে খুড়িয়ে মানবেতর জীবন যাপন করছে। অলিউল্লাহ ও তার পরিবারের এমন মানবেতর জীবন যাপনের খবর বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাতের মাধ্যমে জানতে পারেন থানার এএসআই জাহিদ হোসেন। পরে অসহায় অলিউল্লাহর আর্থিক স্বচ্ছলতা ফেরাতে থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমানের পরামর্শে এএসআই জাহিদ হোসেনের বেতনের টাকা দিয়ে ডিম দেয়ার উপযোগী ৫০টি হাঁস ক্রয় করে এবং হাঁস থাকার ছোট একটি খামার নির্মান করে দেয়া হয়। গত ২১ অক্টোবর বিকেলে হাঁস প্রদানকালে অলিউল্লার জীর্ন কুটিরের পার্শবর্তী পুকুরে অবস্থিত ছোট খামারে হাঁস ছেড়ে তার সার্বিক মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমাহ। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, সাবেক চেয়ারম্যান মামুনুর রমীদ স্বপন, শিক্ষক মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন মোল্লা উপস্থিত ছিলেন। সাংবাদিক মোঘল সুমন শাফকাত বলেন, আমরা শুধু নেগেটিভ সংবাদকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বর্তমান সমাজে অনেক পজেটিভ ঘটনাও ঘটছে। তেমনি একটি ভাল সংবাদ হচ্ছে এএসআই জাহিদ হোসেন বানারীপাড়া থানায় যোগদানের পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে এলাকায় ব্যাপক প্রশংসাসহ নিজ দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বহুবার প্রশংসিত হয়ে পুরস্কৃত হয়েছেন। তার (এএসআই জাহিদ হোসেন) মহতি উদ্যোগের কারণেই অসহায় পরিবার-পরিজনকে নিয়ে এখন বেঁচে থাকার স্বপ্ন দেখছেন পঙ্গু যুবক মোঃ অলিউল্লাহ।
×