ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রকাশিত: ০৪:৫৬, ২৩ অক্টোবর ২০১৯

কটিয়াদীতে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কটিয়াদীতে আজ বুধবার ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঢাকাস্থ কাঁচা মালের ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও ৩ জন গুরুতর জখমের শিকার হলে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত হাবিবুর রহমান উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। পুলিশ ইতোমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, করগাঁও ইউনিয়নের কুখ্যাত গরু চোর আল আমিন গংরা রাতের আঁধারে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সিঁধ কেটে হাবিবুর রহমানের ঘরে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় এলোপাথারী কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনা দেখে তার স্ত্রী শারমিন আক্তার ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আশপাশের ঘর থেকে হাবিবুরকে উদ্ধার করতে এগিয়ে গেলে বাহিরে অবস্থানরত অন্য দুর্বৃত্তরাও তোফা চান (৩০) ও জুনায়েদ (৫৫) নামে অপর দুই ব্যক্তিকেও কুপিয়ে গুরুতর জখম করে। মারাত্মক জখমী হাবিবুর রহমানের স্ত্রী শারমিন আক্তারকে ঢাকায় এবং তোফাচানকে ভাগলপুর বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় করগাঁও ইউপি চেয়ারম্যান শরাফত লস্কর পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সিঁধ কেটে হাবিবুরের ঘরে প্রবেশ করে এবং কতক দুর্বৃত্ত বাহিরে পাহাড়া দেয়। ধারনা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। কটিয়াদী মডেল থানায় সদ্য যোগদানকারী ওসি এম.এ জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও আসামিকে গ্রেফতারের অভিযান চলছে।
×