ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লঞ্চের ক্যাফে ৪৫ টাকা বেশি রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:৩৬, ২৩ অক্টোবর ২০১৯

লঞ্চের ক্যাফে ৪৫ টাকা বেশি রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল এমভি পারাবত-১২ লঞ্চের ক্যাফেতে নির্ধারিত মূল্যের চেয়ে খাবারের দাম ৪৫ টাকা বেশি রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযোগকারী ব্যক্তিকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ তিন হাজার ৭৫০ টাকা দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, গত ১৬ সেপ্টেম্বর পারাবত-১২ লঞ্চের ক্যাফে শাওন নামের এক লঞ্চ যাত্রীর কাছ থেকে পানি ও মুরগির মাংসের দাম বেশি রাখা হয়। যেখানে ১৫ টাকার মিনারেল ওয়াটার ২৫ টাকায় এবং মূল্য তালিকার চেয়ে ৩০ টাকা বেশি দামে কোয়ার্টার মুরগির মাংস বিক্রি করা হয়। পরবর্তীতে ওই যাত্রী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয় এবং অভিযোগকারী ও অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়টি প্রমাণিত হয়। পরে পারাবত-১২ লঞ্চের ক্যাফের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মঙ্গলবার বিকেলে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থ হিসেবে তিন হাজার ৭৫০ টাকা দেওয়া হয়েছে।
×