ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদালতে স্বীকারোক্তির পর সাদাতকে জেলে প্রেরণ

প্রকাশিত: ১১:৩০, ২৩ অক্টোবর ২০১৯

আদালতে স্বীকারোক্তির পর সাদাতকে জেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি বুয়েট শিক্ষার্থী এ এস এম নাজমুস সাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এ জবানবন্দী গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে নিবন্ধন কর্মকর্তা জানান, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বেচ্ছায় আসামি নাজমুস সাদাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দী গ্রহণ করেন। এরপর সাদাতকে কারাগারে পাঠান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ১৬ অক্টোবর সাদাতকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওইদিন আবরার হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
×