ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগে বিতর্কিত নেতাদের আগামী কংগ্রেসে থাকতে দেয়া হবে না ॥ চয়ন

প্রকাশিত: ১১:২৮, ২৩ অক্টোবর ২০১৯

যুবলীগে বিতর্কিত নেতাদের আগামী কংগ্রেসে থাকতে দেয়া হবে না ॥ চয়ন

বিশেষ প্রতিনিধি ॥ যুবলীগে থেকে অপকর্মকারী ও বিতর্কিত নেতাদের আগামী জাতীয় কংগ্রেসে থাকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন সংগঠনটির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। তিনি বলেন, আমাদের লক্ষ্য, মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও অন্য অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স, অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স। মঙ্গলবার সন্ধায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চয়ন ইসলাম বলেন, যুবলীগের আগামী কংগ্রেসে বিতর্কিতদের সঙ্গে আমরা নেই। তারা আমাদের সঙ্গে থাকতে পারবে না। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছি। অনেকগুলো উপ-কমিটি করছি। এতবড় সম্মেলন, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। এত কম সময়ের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত করা সত্যিই দুঃসাধ্যের বিষয়। যুবলীগের নেতাকর্মীরা অপকর্মে জড়ালে তার দায়ভার নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সাবেক এই সংসদ সদস্য বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সম্মেলনকে সফলভাবে বাস্তবায়ন করতে দৃঢ়চেতা মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের একটাই চ্যালেঞ্জ সম্মেলনকে সফল করা। দায়ভার প্রসঙ্গে তিনি বলেন, যেখানেই অনায় দেখেছেন সেখানেই প্রতিহত করেছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। এর বাইরে আপনারা কি চান? প্রতিরোধ করেছেন, এখানে আর কোন কথা থাকতে পারে না। এখন যুবলীগের কংগ্রেস সফল করাই আমাদের একমাত্র লক্ষ্য।
×