ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুচরা দাম বৃদ্ধির প্রস্তাব দিতে শুরু করেছে বিদ্যুত কোম্পানিগুলো

প্রকাশিত: ১১:১৫, ২৩ অক্টোবর ২০১৯

খুচরা দাম বৃদ্ধির প্রস্তাব দিতে শুরু করেছে বিদ্যুত কোম্পানিগুলো

স্টাফ রিপোর্টার ॥ পাইকারির পর এবার খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিতে শুরু করেছে বিদ্যুত বিতরণ কোম্পানি। ইতোমধ্যে একটি বিতরণ কোম্পানি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অন্য কোম্পানিগুলোও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এক সপ্তাহের মধ্যে এসব কোম্পানি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দেবে। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুত বিতরণকারী কোম্পানি নর্দার্ন ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) তাদের বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম মঙ্গলবার জানান, তার কোম্পানি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। তবে এবার নির্দিষ্ট কোন হারে দাম বৃদ্ধির আবেদন করেনি কোম্পানিটি। প্রস্তাবে বলা হয়েছে, পাইকারি বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা হলে গ্রাহক পর্যায়ে নেসকোর বিক্রীত দাম বৃদ্ধির কোন প্রয়োজন নেই। তবে পাইকারি বিদ্যুতের দাম যে হারে বৃদ্ধি করা হবে ওই হারে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদন করেছে নেসকো। অন্য বিতরণ কোম্পানিগুলো এখনও দাম বৃদ্ধির আবেদন করেনি। ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) সূত্র বলছে তারা এখনও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দেয়নি। তবে সাত দিনের মধ্যে তারা প্রস্তাব জামা দেবে। এখন প্রস্তাবগুলো প্রস্তুত করা হচ্ছে। এদের বাইরেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সমিতির মাধ্যমে বিদ্যুত বিতরণ করে। এর বাইরে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গ্রাহক পর্যায়ে বিদ্যুত বিক্রি করে।
×