ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০২৪ অলিম্পিকের লোগো উন্মোচন

প্রকাশিত: ০৮:৩৭, ২২ অক্টোবর ২০১৯

২০২৪ অলিম্পিকের লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২৪ অলিম্পিক গেমসের লোগো উন্মোচন করেছে আয়োজক দেশ ফ্রান্স। রাজধানী প্যারিসে সোমবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসমক্ষে এ লোগো প্রকাশ করে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ। একটি স্বর্ণ পদকের ওপর এ লোগো ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে ঠাঁই পেয়েছে ফ্রেঞ্চ ঐতিহ্যের নানা দিক। আর্ট ডেকো স্টাইলের এ লোগোটি মূলত নেয়া হয়েছে ১৯২৪ অলিম্পিক থেকে। যেবার প্রথম বারের মতো অলিম্পিক গেমসের আয়োজন করেছিল ফ্রান্স। ঠিক একশো বছর পর আবার গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হতে যাচ্ছে প্যারিস। তাই নানা চমক নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। এবারই প্রথম অলিম্পিক এবং প্যারা-অলিম্পিকের জন্য একই লোগো উন্মোচন করল আয়োজক দেশটি। ২০২৪ এর ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক। ১৭ দিনের এ আসর শেষ হবে ১১ আগস্ট।
×