ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পড়ে আছে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোক্তা তহবিল

প্রকাশিত: ০৮:১২, ২২ অক্টোবর ২০১৯

পড়ে আছে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোক্তা তহবিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে নতুন ও তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের তহবিল। নতুন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে গঠন করা হয় ১০০ কোটি টাকার তহবিল। কিন্তু গত পাঁচ বছরে এই তহবিল থেকে ঋণ বিতরণ হয়েছে মাত্র ২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, তহবিলের ৮০ কোটি টাকাই অব্যবহৃত পড়ে আছে। বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ব্যাংকিং খাতে তারল্য সংকট না থাকলেও ছোট উদ্যোক্তারা কম সুদে টাকা না পাওয়ার কারণ জানতে কেন্দ্রীয় ব্যাংক অনুসন্ধানে নামছে। বিশ্লেষকদের মতে, অনভিজ্ঞ ও নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে চায় না ব্যাংক। অভিজ্ঞতার অভাবে সেই ঋণ খেলাপি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও ছোট লোন পরিচালনার জন্য কিছুটা বেশি কষ্ট করতে হয় ব্যাংকারদের। তাই ক্ষুদ্র ঋণ বিতরণের ক্ষেত্রে কোনো ব্যাংকই আগ্রহী নয়। এ জন্য বাংলাদেশ ব্যাংকের উচিত, ঝুঁকি থাকলেও রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এরকম তহবিলের সঙ্গে যুক্ত করা।
×