ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে হাজতীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১২:৫৬, ২২ অক্টোবর ২০১৯

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে হাজতীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২১ অক্টোবর ॥ টঙ্গীর কলেজ গেট সংলগ্ন কিশোর উন্নয়ন কেন্দ্রে মোহাম্মদ শুভ (১৭) নামে এক কিশোর হাজতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শুভ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শ্রীনগর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। কিশোর উন্নয়ন কেন্দ্রের নিবাসী কিশোরের মৃত্যু নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, সে জ্বরে মারা গেছে। অপর দিকে কয়েক কিশোরের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত শাসনের কারণে অসুস্থ হয়ে সে মারা গেছে। এই কিশোর উন্নয়ন কেন্দ্রে ইতোপূর্বে অতিরিক্ত শাসন ও মারধরের কারণে কয়েক হাজতী কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন জানান, বেশ কিছুদিন যাবত শুভ জ্বরে ভুগছিল। এক সপ্তাহ আগে ডাক্তার তাকে দেখে ওষুধ দিয়ে যায়। ওষুধ খাওয়ানোর পর সে সুস্থ হয়। দুদিন পর তার আবার জ্বর আসে। ডাক্তারের পরামর্শে ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট সব কিছু স্বাভাবিক বলে তিনি জানান। তবে বলেন, ছেলেটি কেন জানি দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। সোমবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে পড়লে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
×