ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্মান্ধ গ্রুপ ফের চক্রান্ত শুরু করেছে ॥ নাসিম

প্রকাশিত: ১১:২৫, ২২ অক্টোবর ২০১৯

ধর্মান্ধ গ্রুপ ফের চক্রান্ত শুরু করেছে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ভোলার বোরহানউদ্দিনে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি করে অন্যকে ফাঁসানোর ষড়যন্ত্রে যারা জড়িত তাদের যেকোন মূল্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সোমবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ মোহাম্মদ নাসিমের বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ কথা বলেন। ভোলার ঘটনায় ১৪ দল উদ্বেগ প্রকাশ করেছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অতীতের মতো ধর্মান্ধ গ্রুপ আবারও চক্রান্ত শুরু করেছে। সেখানে মিথ্যা উক্তিকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে কয়েকজন মানুষের জীবন নেয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। কোন মুসলমান বা যেকোন ধর্মাবলম্বীর সুস্থ ও বিবেকবান মানুষ, যাদের ধর্মের প্রতি সত্যিকার শ্রদ্ধা-ভালবাসা আছে, তারা কোনদিন মহানবী (সাঃ) নিয়ে কটূক্তি করার সাহস খুঁজে পাবে না। তিনি বলেন, অশুভ শক্তি ও মহল মিথ্যা ও অপপ্রচার শুরু করেছে। দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অসাম্প্রদায়িক ও শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিকে নস্যাৎ করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা-ারী, সাধারণ সম্পাদক রেজাউল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ ১৪ দলের গোলটেবিল বৈঠক ॥ কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশ-ভারত সম্পাদিত সমঝোতা স্মারক নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিএনপি-জামায়াতের রাজনীতি ভুলের বালুচরে আটকে আছে ॥ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, বিএনপি-জামায়াতের রাজনীতি এখন ভুলের বালু চরে আটকে পড়েছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নির্বাচনী মাঠ থেকে পালানোর দলকে জনগণ আর আস্থায় নেবে না। তিনি সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে আরও বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গী দমন করা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।
×