ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যাসিনোকাণ্ডে মেননের সম্পৃক্ততা পেলে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৮, ২১ অক্টোবর ২০১৯

ক্যাসিনোকাণ্ডে মেননের সম্পৃক্ততা পেলে ব্যবস্থা :   তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ ক্যাসিনো থেকে রাশেদ খান মেননের চাঁদা নেয়ার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ (সোমবার) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যের ব্যাখ্যা দেয়ায়, বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রতিক্রিয়া পরিবর্তন করে নতুন প্রতিক্রিয়া দেয়া উচিত। তথ্যমন্ত্রী আরও বলেন, ভোলার ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত করছে একটি মহল। এই নিয়েও তদন্ত হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। সম্প্রতি ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও আরমান জিজ্ঞাসাবাদে রাশেদ খান মেননকে মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দেয়ার তথ্য দিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এরপর থেকে এটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। পাশাপাশি, ‘আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ বলে করা মেননের সাম্প্রতিক মন্তব্যেও আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে পরস্পরবিরোধী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরে অবশ্য, মেনন তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, এটিকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
×