ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাদান তেল শোধনাগারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২৩:৫৬, ২১ অক্টোবর ২০১৯

আবাদান তেল শোধনাগারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক ॥ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম তেল শোধনাগারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করেছে তেহরান। কর্তৃপক্ষ বলেছে, শোধনাগারে আগুন লাগার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং তেল উৎপাদন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয়নি। আবাদান তেল শোধনাগারের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, তেল শোধন প্রক্রিয়া শেষে বর্জ্য নিষ্কাশন চ্যানেলে রবিবার যে আগুন লেগেছিল তা ‘পাঁচ মিনিটের মধ্যে’ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। পরে অবশ্য আবাদান তেল শোধনাগারের গণমাধ্যম বিভাগ আরেকটি বিবৃতিতে জানিয়েছে, বর্জ্য নিষ্কাশনের ৫৫ নম্বর ইউনিটে ছিদ্র তৈরি হওয়ার কারণে আগুন লাগার ওই ঘটনা ঘটে। আবাদান প্রদেশের গভর্নর জয়নুলআবেদিন মুসাভিও বার্তা সংস্থা তাসনিমকে বলেছেন, বর্জ্য সরবরাহের কোনো একটি পাইপলাইনে দুর্ঘটনার কারণে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আবাদান শোধনাগারে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধন করা হয় এবং গতকালের আগুন লাগার ঘটনায় এই প্রক্রিয়ায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। শোধনাগারের অগ্নিনির্বাপন কর্মীরা তাৎক্ষণিকভাবে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হন। ১৯৮০’র দশক পর্যন্ত আবাদান ছিল বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। ইরানে তেল শিল্প প্রতিষ্ঠার পরপরই ১৯১২ সালে এই শোধনাগার প্রতিষ্ঠা করা হয়।পরবর্তীতে এই শোধনাগারে বেশ কয়েকটি নতুন ইউনিট স্থাপনের পাশাপাশি পুরনো ইউনিটের সংস্কার করা হয়।
×