ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেমার সাম্রাজ্যের সন্ধান

প্রকাশিত: ১১:০০, ২১ অক্টোবর ২০১৯

 খেমার সাম্রাজ্যের সন্ধান

কম্বোডিয়ায় মধ্যযুগীয় খেমার সাম্রাজ্যের হারিয়ে যাওয়া প্রথম রাজধানীটি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিক গবেষকরা। বছরের পর বছর এরিয়াল লেজার স্ক্যান ও ভূমি জরিপের মাধ্যমে গবেষকরা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন মহেন্দ্র পর্বত (ইন্দ্রের পাহাড়) নামের শহরটি। বর্তমান কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, মিয়ানমার ও দক্ষিণ চীনের বিশাল এক অংশ জুড়ে ছিল হিন্দু-বৌদ্ধ ঐতিহ্যের খেমার সাম্রাজ্য। ৮০২ খ্রিস্টাব্দে প্রথম রাজা জয়বর্মন সা¤্রাজ্য প্রতিষ্ঠার পর তিনি মহেন্দ্র পর্বত শহরেই তার রাজধানী স্থাপন করেছিলেন। হারিয়ে যাওয়া শহরটি সম্পর্কে গবেষকরা ধারণা করেছিলেন, আধুনিক সিয়েম রিয়প শহরের ৪৮ কিলোমিটার উত্তরে ফনম কুলেনের পাহাড়ী উপত্যকায় এর অবস্থান হতে পারে। কিন্তু দুর্গম পথ, জঙ্গলে ঘেরা ও ১৯৭০ এর দশকে খেমাররুজ শাসনের সময় সম্ভাব্য স্থাপিত মাইনের কারণে স্থানটিতে যাওয়া ছিল দুঃসাধ্য। ধারণার ভিত্তিতে প্রথমে স্থানটি এরিয়াল লেজার স্ক্যানের মাধ্যমে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে দুর্গম পথ ও বনাঞ্চলের মধ্য দিয়েও আকাশ থেকে স্থানটির পূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে। এর ওপর ভিত্তি করে পরে ভিন্ন ভিন্ন দুটি অভিযানে নামেন গবেষকরা। প্রথম পর্যায়ে ২০১২ সালে মোট ৩৭ বর্গকিলোমিটারের আয়তনজুড়ে সরাসরি জরিপ চালানো হয়। পরে ২০১৫ সালে সম্পূর্ণ উপত্যকায় জরিপ চালান গবেষকরা। এর আয়তন ৯৭৫ বর্গকিলোমিটার। -ফক্স নিউজ
×