ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মুজিববর্ষ উদযাপনে ৩৬ স্বল্পদৈর্ঘ্য ও ২৬ প্রামাণ্যচিত্রের স্ক্রিপ্ট চূড়ান্ত

প্রকাশিত: ১০:৫৯, ২১ অক্টোবর ২০১৯

 মুজিববর্ষ উদযাপনে ৩৬ স্বল্পদৈর্ঘ্য ও  ২৬ প্রামাণ্যচিত্রের স্ক্রিপ্ট চূড়ান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ৩৬ স্ক্রিপ্ট এবং প্রামাণ্যচিত্রের ২৬ স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়েছে। জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণে স্ক্রিপ্ট বাছাই উপ-কমিটির রবিবার অনুষ্ঠিত এক সভায় স্ক্রিপট চূড়ান্ত করা হয়। -খবর বাসসর। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাছাই উপ-কমিটির সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ও অভিনয়শিল্পী আকবর হোসেন পাঠান। এতে উপস্থিত ছিলেন ড. মতিন রহমান এবং কাজী কামাল, রোজিনা, রোকেয়া প্রাচী এবং রিয়াজ আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ জাতীয় বাস্তবায়ন কমিটির উর্ধতন কর্মকর্তারা। আকবর হোসেন পাঠান (ফারুক) বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে।
×