ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাজনা রেস্তরাঁয় খাবারে তেলাপোকার দৌড়াদৌড়ি

প্রকাশিত: ১০:৫৮, ২১ অক্টোবর ২০১৯

 সাজনা রেস্তরাঁয় খাবারে তেলাপোকার দৌড়াদৌড়ি

স্টাফ রিপোর্টার ॥ সাজনা- বনানীর অভিজাত রেস্তরাঁ হিসেবে চিহ্নিত। প্রচুর ভিড়ভাট্টা। খাবারের মান খতিয়ে না দেখলেও স্বাদ বেশ ভালই। তাই ধুম চলে দিবারাত্রি। কিন্তু রবিবার যখন ভ্রাম্যমাণ আদালতে অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারে তেলাপোকার দৌড়াদৌড়ি দেখানো হলো- তখন একজন বমিই করে দেয়। এ সময় দেখা যায় ভেজালের আটকা। মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে দই-বড়া ও রান্নাঘরের পাশাপাশি স্টোর রুমে ঘুরছে তেলাপোকা। বনানীর ১১ নম্বর সড়কে সাজনা রেস্তরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এমন দৃশ্য চোখে পড়ে। এসব অপরাধে সাজনাকে তিন লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী। তিনি জানান, বনানীর সাজনা রেস্তরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্যবিরোধী কার্য থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
×