ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঋণ খেলাপীদের বিষয়ে হাইকোর্টের রুলের ওপর শুনানি অব্যাহত

প্রকাশিত: ১০:৪৭, ২১ অক্টোবর ২০১৯

 ঋণ খেলাপীদের বিষয়ে হাইকোর্টের রুলের ওপর শুনানি অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ ২ শতাংশ ডাউন পেমেন্টে খেলাপী ঋণ পরিশোধের যারা সুযোগ গ্রহণ করবেন তারা অন্য কোন ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না বলে হাইকোর্টের আদেশের মেয়াদ আরও এক মাস অথবা এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে (যেটা আগে শেষ হয়)। একইসঙ্গে জারি করা রুলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। আজ সোমবার দুপুর দুইটায় আবার শুরু হবে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মনজিল মোরশেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন, ব্যারিস্টার শামীম খালেদ, মোঃ মুনীরুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকার এ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ১৩ অক্টোবর মনজিল মোরশেদ রুলের শুনানি শুরু করেন। পরদিন ১৪ অক্টোবর এ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম অর্থ মন্ত্রণালয়ের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেন। ১৫ অক্টোবর শুনানি করে মনজিল মোরশেদ ও শাহ মঞ্জুরুল হক। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর শুনানি করেন, এ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ। রবিবার আদেশের পর রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, ঋণ খেলাপীদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে একটি আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে ২৯ আগস্ট হাইকোর্ট যারা শতকরা ২ শতাংশ ডাউন পেমেন্টের সুবিধা নেবেন তারা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আর কোন ব্যাংক থেকে নতুন ঋণ সুবিধা নিতে পারবেন না মর্মে আদেশ দিয়েছেন।
×