ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন সহযোগীসহ সিরিয়াল কিলার বাবু শেখ গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৫, ২১ অক্টোবর ২০১৯

 তিন সহযোগীসহ সিরিয়াল কিলার বাবু শেখ  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ অক্টোবর ॥ নাটোরে চার সহযোগীসহ দুর্ধর্ষ সিরিয়াল কিলার বাবু শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় নাটোর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাবু শেখকে গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে ধর্ষণ শেষে হত্যাসহ আটটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে। আর আটটি হত্যাকান্ডের সঙ্গেই সিরিয়াল কিলার বাবু শেখ প্রত্যক্ষভাবে জড়িত বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় সে। রবিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে আটককৃতদের সাংবাদিকদের সামনে হাজির করে এ তথ্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। ব্রিফিংকালে ডিআইজি জানান, গত ৮ অক্টোবর রাতে নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় নারীসহ দুটি হত্যাকান্ড সংঘটিত হয়। হত্যাকান্ডের পরে পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে নেমে গত ১৫ অক্টোবর নাটোরের সিংড়া থেকে রুবেলকে (২২) আটকের পর তার দেয়া তথ্য মতে ওই দিন সন্ধ্যায় লালপুর উপজেলার চংধুপইল থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ক্রেতা নাটোর শহরের স্বর্ণ ব্যবসায়ী লিটন খাকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ১৬ অক্টোবর নাটোর রেলস্টেশন এলাকা থেকে আসাদুলকে (৩৬) আটকের পর পুলিশ জানতে পারে যে, লালপুর এবং বাগাতিপাড়ায় চুরি ও খুনের ঘটনায় আসাদুলের সঙ্গে রুবেল ও বাবু শেখ জড়িত ছিল। পরে ১৯ অক্টোবর সন্ধ্যায় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সিরিয়াল কিলার বাবু শেখ ওরফে আনোয়ার ওরফে আনার ওরফে কালু শেখকে গ্রেফতার করা হয়।
×