ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিষেকেই শিরোপার স্বপ্ন বসুন্ধরা কিংসের

প্রকাশিত: ১০:৩৯, ২১ অক্টোবর ২০১৯

 অভিষেকেই শিরোপার স্বপ্ন বসুন্ধরা কিংসের

জাহিদুল আলম জয়, চট্টগ্রাম থেকে ॥ খুব অল্প সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বসুন্ধরা কিংস। ২০১৮ সালের ২৬ ডিসেম্বর স্বাধীনতা কাপের শিরোপা জয় করার পর চলতি বছরের ২৫ জুলাই পেশাদার লীগেও চ্যাম্পিয়ন হয় কিংসরা। বাংলাদেশের পেশাদার ফুটবলের ইতিহাসে এর আগে কোন ক্লাবই নিজেদের অভিষেক আসরে দুই শিরোপা জয়ের স্বাদ পায়নি। কিন্তু নবাগত বসুন্ধরা কিংস সেটি করে দেখিয়েছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার ও বড় আসর বিপিএল এবং স্বাধীনতা কাপ জয়ের পর এবার নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন বুনছেন ইয়াসিন খান, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিমরা। এ লক্ষ্য নিয়ে দলটি চট্টগ্রামে চলমান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসরের ‘বি’ গ্রুপে বসুন্ধরার তিন প্রতিপক্ষ ভারতের চেন্নাই সিটি, মালয়েশিয়ার টেরাঙ্গানো এফসি ও ভারতের গোকুলাম কেরালা। আজই নিজেদের ক্লাব ইতিহাসে আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হওয়ার কথা ছিল বসুন্ধরার। কিন্তু গোকুলাম কেরালা সময়মতো পৌঁছাতে না পারায় অপেক্ষা বেড়েছে কোচ অস্কার ব্রুজেনের ছাত্রদের। এখন মঙ্গলবার গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বসুন্ধরা। শুরুটা বিলম্বিত হলেও শেষটা রঙিন করার আশা অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেসের দলের। দেশের ঘরোয়া ফুটবলের সংস্কৃতিকে ভেঙ্গে কোস্টারিকার স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে কিংসরা। কোস্টারিকার হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা এই ফুটবলার দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন। শেখ কামাল কাপেও তার ক্ষুরধার পারফর্মেন্সের আশায় চ্যাম্পিয়নরা। কিংস অধিনায়ক বলেন, ‘আমরা টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছি। আশা করছি ভাল কিছুই হবে’। প্রতিদ্বন্দ্বী দলগুলো সমীহ করেই শিরোপা জয়ের আশা করছে বসুন্ধরা। দলটির কোচ অস্কার ব্রুজেন বলেন, এমন মর্যাদার টুর্নামেন্টে যে কোন একটি দল শিরোপা জিতবে। শক্তিশালী ক্লাব নিয়ে হওয়া টুর্নামেন্টকে মোটেও প্রীতি টুর্নামেন্ট বলা চলে না। আমাদের লক্ষ্য আসরে নিজেদের সেরা পারফর্মেন্স প্রদর্শন করা। এবারের দলবদলে জাতীয় দল থেকে সেরাদেরই দলে টেনেছে বসুন্ধরা। নতুনদের নিয়ে ছন্দপতন ঘটবে না বিশ্বাস কিংস কোচের, আমরা চাই ফাইনালে খেলতে। সেটা হলে শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। দলটির তারকা মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমেরও অভিন্ন লক্ষ্য। বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত খেলা এই তারকা বলেন, ‘আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হবে। আমরা সেরা সাফল্যের জন্যই পরিশ্রম করছি। আশা করছি সফল হতে পারব। তিনি আরও বলেন, আমাদের দলে জাতীয় দলের একাধিক ফুটবলার আছে। যে কারণে বোঝাপড়াটা ভাল হবে। এটা বাড়তি সুবিধা দেবে। ২০১৩ সালে গঠিত হলেও শুরুতে কার্যক্রমের দিক দিয়ে বেশ পিছিয়ে ছিল বসুন্ধরা। ২০১৬ সালে পাইওনিয়ার লীগ জয় করে তারা। এরপর কিছু শর্ত পূরণ করে জায়গা করে নেয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে। এই টুর্নামেন্ট জিতেই বসুন্ধরা ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলার যোগ্যতা অর্জন করে। এরপর থেকে একের পর এক চমক দেখিয়ে চলেছে ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস।
×