ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৮:৩২, ২০ অক্টোবর ২০১৯

জাবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অতিসত্ত্বর উপাচার্যের অপসারণ দাবি করেন অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। তারা আরও বলেন, আজকের পর থেকে এই উপাচার্যের স্বাক্ষরিত কোনো অফিস আদেশ মানা হবেনা। এসময় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক এই উপাচার্য। উপাচার্যকে অপসারণের জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি কিন্তু দুঃখের বিষয় তিনি এখনও তা বাস্তবায়ন করেননি। তাই বাধ্য হয়েই আমরা কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হচ্ছি। আজ কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে একজন দুর্নীতিবাজ উপাচার্যকে আমরা অস্বীকার করছি।’ এরপর তিনি জাবি উপাচার্যের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন। আন্দোলনকারীদের এ কর্মসূচীকে উগ্রবাদী উল্লেখ করে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে সমাধান হবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মাধ্যমে আলোচনা হতে পারে। কিন্তু এমন হিংসাত্মক ও উগ্রবাদী কর্মসূচী দিয়ে বিশ^বিদ্যালয়কে অস্থিতিশীল করা অত্যন্ত দুঃখজনক।’
×