ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে "ছাত্রলীগের নেতৃত্ব" প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:০১, ২০ অক্টোবর ২০১৯

টঙ্গীতে

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সারাদেশে যখন ছাত্রলীগ নিয়ে এত আলোচনা সমালোচনা ঠিক তখনই টঙ্গীতে অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী "ছাত্রলীগের নেতৃত্ব" প্রশিক্ষন কর্মশালা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খাঁনের তত্বাবধানে পরিচালিত ছাত্রলীগের নেতৃত্বের এ কর্মশালাটি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যেগ নেয়া হয়েছে। একজন কর্মী থেকে দক্ষ নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এ আয়োজনে ছাত্রলীগ কর্মীদের হাতে কলমে নেতৃত্বের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সাবেক ছাত্রনেতা এবং দক্ষ-অদক্ষ প্রশিক্ষকদের সমন্বয়ে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রলীগের ইতিহাস, বক্তব্য প্রশিক্ষণ, উপস্থাপনা প্রশিক্ষণ, শ্লোগান প্রশিক্ষণ, অনলাইন রাজনৈতিক প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ, মাদকবিরোধী প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লা খান, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, ছাত্রলীগ সহসভাপতি রাজিব হায়দার সাদিম, নাহিদ মন্ডল, খাইরুল হাসান খান বাবু, এম এম রাকিবুল হাসান, গোলাম মাকসুদ প্রমুখ। প্রশিক্ষকগণ প্রশিক্ষনার্থীদের বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস রাজনৈতিক শিষ্টাচার এবং ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করে দেশের উন্নয়নে অংশীদারে অবদান কি ভাবে রাখা যায় তা তুলে ধরা হয়। ছাত্রজীবনে কিভাবে মাদক থেকে দূরে থাকা যায় এবং কিভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায়, একজন রাজনৈতিক কর্মী কিভাবে অনলাইনে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, কিভাবে তার সংগঠনকে পজেটিভ ভাবে সবার মাঝে তুলে ধরবে, কিভাবে ছাত্ররা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ভুক্তভোগীদের পাশে দাঁড়াবে ,তারা কিভাবে দায়িত্ব পালন করবে, একজন আহত ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করবে এ বিষয় গুলোও প্রশিক্ষণ কর্মশালায় তুলে ধরা হয়।
×