ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিআইজি বজলুর রশীদ গ্রেফতার

প্রকাশিত: ০৫:০২, ২০ অক্টোবর ২০১৯

ডিআইজি বজলুর রশীদ গ্রেফতার

অনলাইন রিপোর্টার ॥ কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের রহস্য উন্মোচনে বজলুর রশীদ ও তার স্ত্রীকে রবিবার (২০ অক্টোবর) সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। ৩ কোটি ৮ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে মামলাটি দায়ের করে দুদক। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয়। দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ও সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হয়েছে।
×