ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইসরাইলের জন্য কৌশলগত বিপর্যয়

প্রকাশিত: ০০:৩৫, ২০ অক্টোবর ২০১৯

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইসরাইলের জন্য কৌশলগত বিপর্যয়

অনলাইন ডেস্ক ॥ মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, সিরিয়া থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা ওয়াশিংটনের মিত্র ইসরাইল এবং জর্দানের জন্য বড় ধরনের বিপদের কারণ। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের মতামত কলামে লেখা এক নিবন্ধে ম্যাককানেল বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারর সিদ্ধান্ত কৌশলগত বিরাট ভুল। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্ত আমেরিকার জনগণ এবং মাতৃভূমিকে অনিরাপদ করে তুলবে, শত্রুরা শক্তিশালী হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ মিত্ররা দুর্বল হবে।” সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ওই অঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরুর আগ মুহূর্তে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেন ট্রাম্প। নিজের সিদ্ধান্তকে কৌশলগত দিক দিয়ে বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং সমালোচনা করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ম্যাককোনেল। তিনি বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান -এই দুইয়ের সমন্বয়ে ফলাফলে আমাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে কৌশলগত মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে।
×