ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবানন সরকার থেকে পদত্যাগ করছেন মার্কিনপন্থী দলের মন্ত্রীরা

প্রকাশিত: ০০:১৭, ২০ অক্টোবর ২০১৯

লেবানন সরকার থেকে পদত্যাগ করছেন মার্কিনপন্থী দলের মন্ত্রীরা

অনলাইন ডেস্ক ॥ লেবাননের একটি রাজনৈতিক দলের মন্ত্রীরা সরকার থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে এসব মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়। লেবানিজ ফোর্সেস বা এলএফ নামের দলটি সৌদি আরব এবং আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে। বর্তমান সরকারে দলটির চারজন মন্ত্রী রয়েছে। সম্প্রতি এ দল বলেছে, প্রধানমন্ত্রী সাদ হারিরি নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সক্ষম নয়। দলটির প্রধান সামির গাগা টেলিভিশনে দেয়া বক্তৃতায় বলেছেন, তিনি তার দলের চার মন্ত্রীকে সাদ হারিরি নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এসব মন্ত্রী পদত্যাগ করলে নতুন মন্ত্রিসভা গঠনের পথ তৈরি হবে। সামির গাগা আরো বলেন, বর্তমান প্রশাসন জনগণের দাবি অনুযায়ী দেশের এবং সরকারের সংস্কার করতে আগ্রহী নয়। সম্প্রতি অর্থনৈতিক সঙ্কট সমাধানের জন্য লেবাননের রাস্তায় রাস্তায় দেশটির জনগণ ব্যাপক বিক্ষোভ করেছে। এ নিয়ে লেবাননের রাজনৈতিক দলগুলোর ভেতরে গভীর মতভেদ তৈরি হয়েছে।
×