ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনালদো-পিয়ানিচের গোলে জুভেন্টাসের টানা পঞ্চম জয়

প্রকাশিত: ২৩:০৪, ২০ অক্টোবর ২০১৯

রোনালদো-পিয়ানিচের গোলে জুভেন্টাসের টানা পঞ্চম জয়

অনলাইন ডেস্ক ॥ ইতালিয়ান সিরি আ'তে বরাবরের মতোই দুর্বার বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। চলতি লিগে নিজেদের অপরাজিত থাকার ধারা তারা অব্যাহত রেখেছে অষ্টম ম্যাচের পরেও। মাঝে এক ম্যাচ ড্র করলেও, শনিবার রাতে তারা তুলে নিয়েছে টানা পঞ্চম জয়। আন্তর্জাতিক সূচির বিরতিতে পর্তুগালের হয়ে ইউরো বাছাইয়ের দুই ম্যাচেই গোল করেছিলেন জুভেন্টাসের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখলেন ক্লাব ফুটবলেও, করলেন দলের জয়ে দারুণ এক গোল। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে বলোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলকে এগিয়ে দেয়া প্রথম গোলটি করেছিলেন রোনালদো। পরে জয়সূচক গোল আসে মিরালেম পিয়ানিচের মাধ্যমে। চলতি সিরি আ'তে নিজের চতুর্থ গোলটি করতে ১৯ মিনিট সময় নেন রোনালদো। ম্যাচের প্রথম জোরালো আক্রমণেই ক্ষিপ্রগতির শটে ডিফেন্ডারদের পরাস্ত করেন তিনি। কোনো সুযোগই ছিলো না বলোনিয়ার গোলরক্ষকের সামনে। এ গোল শোধ করতে অবশ্য বেশি সময় নেয়নি অতিথিরা। ম্যাচের ২৬ মিনিটের মাথায় সতীর্থের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ডিফেন্ডার দানিলো লারেনজিইরা। সেটি বুক দিয়ে নামিয়ে জোরালো কোনাকুনি শটে জালে প্রবেশ করান তিনি। ম্যাচে চলে আসে সমতা। প্রথমার্ধ কেটে যায় ১-১ ব্যবধানেই। দ্বিতীয়ার্ধে ফিরে জয়সূচক গোল করেন পিয়ানিচ। ৫৪ মিনিটের মাথায় রোনালদোর জোরালো শট ফিরে আসে ডিফেন্ডারের পায়ে লেগে। তবে সেটি পেয়ে যান ফাঁকায় থাকা পিয়ানিচ। বুদ্ধিদ্বীপ্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি তিনি। এ জয়ের পর শীর্ষস্থান আরও মজবুত হয়েছে জুভেন্টাসের। আট ম্যাচে ৭ জয় ও ১ ড্রতে তাদের পয়েন্ট ২২। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মিলান।
×