ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিন তারিখের বিভ্রান্তি কাটিয়ে নতুন শুরু, পরিবর্তনের হাওয়া

প্রকাশিত: ১১:১১, ২০ অক্টোবর ২০১৯

দিন তারিখের বিভ্রান্তি কাটিয়ে নতুন শুরু, পরিবর্তনের হাওয়া

মোরসালিন মিজান ॥ ঋতু বৈচিত্র্যের দিক থেকে বরাবরই এগিয়ে বাংলাদেশ। প্রতি দুই মাস পর পর বদলে যাচ্ছে প্রকৃতি। দিন তারিখের খবর কেউ রাখেন। কেউ রাখেন না। তাতে কী? পরিবর্তনের ধারা অব্যাহত আছে। প্রকৃতির এই পরিবর্তন উপভোগ করেন সবাই। একেক ঋতুর একেক রং। রূপ। স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। একই নিয়মে এসেছে হেমন্ত। বাদবাকি কথা বলার আগে মনে করিয়ে দেয়া জরুরী যে, এবার হেমন্তের শুরুটা বেশ গোলমেলে ছিল। বাংলা মাসের হিসাব নিকাষ কিছুটা পাল্টে যাওয়ায় হেমন্তের জন্মদিন নিয়ে সংশয় সন্দেহ দেখা দেয়। পুরনো হিসেব অনুযায়ী হেমন্ত শুরু হয়ে গিয়েছিল গত বুধবার। তার পর সামনে আসে নতুন হিসাব। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার হেমন্তের সূচনা হয়েছে। বাংলাদেশের বিশেষ বিশেষ দিবসগুলো প্রতিবছর একই দিনে পালনের চিন্তা থেকে ক্যালেন্ডারে এ পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের প্রথম দিন থেকে নতুন হিসাব কার্যকর হলেও বিষয়টিকে সামনে এনেছে আশ্বিন। প্রথমবারের মতো মাসটি ৩১ দিনে গড়ায়। সে অনুযায়ী আজ রবিবার কার্তিকের চতুর্থ দিন। হেমন্তেরও। অবশ্য এ পর্যায়ে এসে ক্যালেন্ডারের দিকে না তাকালেও চলে। প্রকৃতিই হেমন্ত আসার খবর প্রচার করে চলেছে। চারপাশটাকে ক্রমে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে প্রিয় ঋতু। পরিবর্তনের এ ছবিটা গ্রামেই বেশি স্পষ্ট হয়। শহর ঢাকায় সে তুলায় একটু দেড়ি করে আসে। তবে আসে। খুব ভোরে যারা ঘুম থেকে ওঠেন, উঠে অভ্যস্থ, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন পায়ের নিচের ঘাসগুলো আগের মতো শুকনো মচমচে নয়। ভিজে একাকার। ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে থাকে। কাঁচা রোদ এসে সেখানে পড়তেই আলোর ফুল ফুটে! মনে করিয়ে দেয় হেমন্ত এসেছে। সকাল বেলাটা শীত শীত অনুভূতির। বিকেলেও তা-ই। সন্ধ্যার পর হালকা শীতের আমেজ। গভীর রাতে স্ট্রিট লাইটের আলো কুয়াশাকে ফালি ফালি করে কাটছে। ভালভাবে খেয়াল করলে এই দৃশ্য চোখ এড়ায় না। তখন মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই পঙ্ক্তিÑ পা-লিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি/নিস্তব্ধ ছিলাম ব’সে;/শিশির পড়িতেছিল ধীরে-ধীরে খ’সে;/নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি/উড়ে গেলো কুয়াশায়,-কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরো...। অবশ্য দেশের কোন কোন অঞ্চলে এরই মাঝে শীত নেমে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উত্তর বঙ্গের জেলাগুলোতে সকালটা কোয়াশাচ্ছন্ন থাকছে। আগের তুলনায় বিলম্বে উঁকি দিচ্ছে সূর্য। আবহাওয়া অফিস বলছে, এখন থেকে যত দিন যাবে ততোই সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমবে। পার্থক্য কমলে বাড়বে শীত। ইংরেজী মাসের হিসাবে বললে, নবেম্বর পুরোটা এভাবে যাবে। ডিসেম্বর থেকে জোরে বইবে শীতের হাওয়া। হেমন্তই হাত ধরে নিয়ে যাবে পরিপূর্ণ শীতের কাছে। শস্য-শ্যামলা সোনার বাংলাকে দৃশ্যমান করবে ক্রমশ। হ্যাঁ, ফসলের ঋতু হিসেবেও গণ্য করা হয় হেমন্তকে। কিছুকাল আগে কার্তিক মাসটি ছিল অনটনের। ফসল হতো না। দেশের কোন কোন অঞ্চলে খাদ্যাভাব দেখা দিত। শূন্য হয়ে যেত ধানের গোলা। কার্তিককে তাই ‘মরা কার্তিক’ বলে ভর্ৎসনা করা হতো। রবীন্দ্রনাথের কবিতায়ও সময়টির বর্ণনা পাওয়া যায়। কবিগুরু লিখছেন: শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,/কাশ ঝরে যায় নদীর তীরে...। তবে যত দিন যাচ্ছে ততোই বদলাচ্ছে হিসেব-নিকেষ। এখন আগের সে অভাব নেই। শস্যের বহুমুখীকরণের ফলে মোটামুটি সারা বছরই ব্যস্ত কৃষক। বিভিন্ন ফসল ফলান তারা। আয় রোজগারও বেশ। পাশাপাশি এখন কার্তিক মাসেই হৃষ্টপুষ্ট হয়ে ওঠে আগাম আমন ধানের শীষ। পাকা ধান কাটা শুরু হয়ে যায়। ঠিক এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে চলছে আগাম আমন ধান কাটার উৎসব। বিশেষ করে উত্তরাঞ্চলে ফসল কাটা ও মারাইয়ের কাজ চলছে বলে জানা গেছে। বগুরা, রংপুর, নীলফামারীসহ কয়েকটি জেলার কৃষক ব্যস্ত সময় পার করছেন এখন। কৃষকরা বাড়তি লোক নিয়ে ফসলের মাঠে যাচ্ছেন। দিনভর চলছে ধান কাটা। তারপর ফসল কাঁধে বাড়ি ফিরছেন। সেখানে আগে থেকে অপেক্ষমাণ কৃষাণী। ধান মাড়াই, শুকিয়ে ঘরে তোলার দীর্ঘ প্রক্রিয়ায় খুশি মনেই অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। সামনের দিনগুলো আরও বেশি আনন্দের হবে। হেমন্তের দ্বিতীয় মাস অগ্রহায়ণে বাঙালী মাতবে নবান্ন উৎসবে। এ সময় আমন ধান কাটা শুরু হয়। কৃষি মন্ত্রণালয়ের হিসেব মতে, দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল উৎপাদনের সময় এটি। প্রায় ১ কোটি ৩০ লাখ টন আমন উৎপাদন হয় এসময়। নতুন ধানে চলে নবান্ন উৎসব। সব মিলিয়ে দারুণ একটা ঋতু। ফলে ফসলে যারপরনাই সমৃদ্ধ। প্রাকৃতিক পরিবর্তনগুলোও, আহ, কী যে উপভোগ্য! ক্রমে সব পরিবর্তন সামনে আসবে। আজকের ছেলে মেয়েরা মোবাইল ফোনের স্ক্রিন থেকে চোখ একটু সরিয়ে হেমন্তকে দেখবে। গাড়ির জানার গ্লাস নামিয়ে গায়ে মাখবে হিমেল হাওয়া। এই প্রত্যাশা কি করা যায়?
×