ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিলির রাজধানীতে জরুরী অবস্থা জারি

প্রকাশিত: ১১:০৫, ২০ অক্টোবর ২০১৯

চিলির রাজধানীতে জরুরী অবস্থা জারি

মেট্রো ট্রেনের টিকেটের দাম বাড়ানোর জেরে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরী অবস্থা জারি করা হয়েছে। বিক্ষোভ থামাতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, মূলত মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা ভূগর্ভস্থ কয়েকটি স্টেশনে হামলা চালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিলে নগরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি।
×