ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজেদের অস্ত্র ভাণ্ডারেই বোমাবর্ষণ!

প্রকাশিত: ১১:০৪, ২০ অক্টোবর ২০১৯

নিজেদের অস্ত্র ভাণ্ডারেই বোমাবর্ষণ!

সিরিয়ায় নিজেদের অস্ত্র ভাণ্ডারেই হামলা চালিয়েছে মার্কিন বোমারু বিমান। মজুত করা অত্যাধুনিক অস্ত্রগুলি যাতে অন্য সশস্ত্র বাহিনীর হাতে না পড়ে সে জন্য এ হামলা চালানো হয় বলে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে। সিএনএন। উত্তর সিরিয়ার কোবানে শহরের একটি সিমেন্ট ফ্যাক্টরিতে গত সপ্তাহে বোমাবর্ষণ করে মার্কিন এয়ার ফোর্সের দুটি এফ-১৫ যুদ্ধবিমান। সেনা প্রত্যাহারের আগে লাফারজ সিমেন্টের ওই ফ্যাক্টরিটিই ছিল মার্কিন ফৌজের একটি মজবুত ঘাঁটি। গত সপ্তাহে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই মিত্রশক্তি কুর্দী মিলিশিয়া বা ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’কে বিদায় দিয়ে সমস্ত ঘাঁটি থেকে সরে এসেছে মার্কিন সেনা। এদিকে, উত্তর সিরিয়ার মানবিজ, রাস আল আইন, কোবানেসহ কুর্দী মিলিশিয়ার দখলে থাকা এলাকাগুলির দিকে এগিয়ে আসছে তুরস্কের সেনা ও আঙ্কারার মদদপুষ্ট ‘ফ্রি সিরিয়ান আর্মি’ বা আসাদ সরকারের বিরোধী মিলিশিয়া। ফলে ফাঁকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে মজুত অত্যাধুনিক মিসাইল, এ্যান্টি-এয়ারক্রাফ্ট গান, রকেট ও অন্যান্য অস্ত্র হানাদার বাহিনীর হাতে পড়ার আশঙ্কা বাড়ছিল। তাই বাধ্য হয়েই সেগুলিকে ধ্বংস করতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। সিএনএন জানায়, আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস বুধবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
×