ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরহাজিরবাগে দুটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৩

বিদ্যুতের তারে জড়ানো স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও মৃত্যু

প্রকাশিত: ১০:৫৮, ২০ অক্টোবর ২০১৯

বিদ্যুতের তারে জড়ানো স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরেরদিকে মোমেনবাগে ঘরের পাশে বিদ্যুতের তারে তার স্ত্রী জড়িয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য স্বামী জাহাঙ্গীর এগিয়ে যান। এ সময় জাহাঙ্গীর হোসেনও তড়িতাহত হয়ে স্বামী-স্ত্রী দু’জনই মারা যান। স্থানীয়রা বিদ্যুত বিভাগে খবর দিলে তারা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুলিশ দম্পতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মোমেনবাগে একটি আধাপাকা ঘরে স্ত্রী আকলিমা আক্তারকে (৩৮) নিয়ে ভাড়া থাকতেন রিক্সাচালক জাহাঙ্গীর (৪৫)। ওসি জানান, ভোরে আকলিমা গোসল করতে বেরিয়ে সরুপথে যাওয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। এ সময় তার স্বামী তাকে বাঁচাতে দ্রুত ছুটে যান। স্ত্রীকে বাঁচতে গিয়ে দু’জনই বিদ্যুতস্পৃষ্ট হন। স্থানীয়রা জানায়, টিনশেড ওই ঘরের মাঝ দিয়ে সরু রাস্তা। দু’পাশেই টিনের ঘর। এসব পেরিয়ে গোসলের স্থান। ওই সরু পথের ওপর দিয়ে বিভিন্ন ঘরে গেছে বিদ্যুতের তার। ওই পথে যাতায়াতে আগেও অনেকে বৈদ্যুতিক ‘শকে’র শিকার হয়েছেন। গুলিভর্তি দুটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৩ ॥ যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ থেকে গুলিভর্তি দুটি বিদেশী পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এরা হচ্ছে সাগর হাওলাদার (৩২), রায়হান ইসলাম (২১) ও জিন্নাত খান (২২)। র‌্যাব জানায়, শুক্রবার রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরহাজিরবাগে অভিযান চালায়। এ সময় চার রাউন্ড গুলিভর্তি দুটি বিদেশী পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা জানায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল। এর মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি-মাদক ব্যবসাও পরিচালনা করত। এ বিষয়ে আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র মামলা হয়েছে।
×