ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা কখনই প্যারোল চাইবেন না : মওদুদ

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ অক্টোবর ২০১৯

খালেদা কখনই প্যারোল চাইবেন না  :  মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কখনই প্যারোল চাইবেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, যারা খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলছেন তারা হয়তো না বুঝে বলছেন অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছেন। শনিবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট মিলনায়তনে আবরার ফাহাদ হত্যাসহ সকল নির্যাতনের প্রতিবাদে বিএনপিপন্থী সংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ব্যারিস্টার মওদুদ বলেন, রাজপথের আন্দোলন ছাড়া কোন স্বৈরাচারী সরকারের পতন হয়নি। স্বৈরাচার পতনের একমাত্র উপায় রাজপথে আন্দোলন। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারের পতন ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা হবে। মওদুদ বলেন, আবরার হত্যার মাধ্যমে সারা পৃথিবী জানতে পেরেছে দেশে ভিন্নমত পোষণ করলে তাকে হত্যা করা হয়। এ সরকার নাকি উন্নয়নের রোল মডেল। তারা হচ্ছে, গণতন্ত্র হত্যা ও বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার রোল মডেল।তিনি বলেন, এ সরকার ক্ষমতায় থাকার জন্য ভারতকে শুধু দিয়েছে দেশের জন্য কিছু আনতে পারেনি। আর প্রধানমন্ত্রী বলেছেন ‘আমি দেশের কোন স্বার্থ বিক্রি করিনি’। তাহলে ফেনী নদীর পানি তিনি কিভাবে দিয়ে এসেছেন, এতে দেশের স্বার্থ নষ্ট হয়নি? মওদুদ বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন নয়, একদলীয় শাসনের রোল মডেল, বিনা ভোটের সরকার গঠন করার মডেল। দেশে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে উল্লেখ করে মওদুদ দ বলেন, দেশে কোনো জবাবদিহি সরকার না থাকার কারণেই এটা হচ্ছে। গতবছর শিশু ধর্ষণ হয়েছে ৬ হাজার ৬৬৭ জন। এটা একটা গবেষণার বিষয়। মওদুদ বলেন, বুয়েটে চারটি হলে ১০ টি টর্চার সেল আছে। আমরা আগেই জানতাম যে বুয়েটের প্রতিটি হলে টর্চার সেল আছে। কিন্তু এগুলো তা জানতাম না। এসব টর্চার সেল এর কাজ হল যারা ভিন্নমতাবলম্বী ছাত্র তাদের নির্যাতন করা। আর সবগুলো টর্চার সেল ছাত্রলীগের। ছাত্রলীগ সেখানে নিয়ে ভিন্ন মতাবলম্বীদের টর্চার করে। আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, এ্যাডডভোকেট জয়নুল আবেদিন, ডা. এ জেড এম জাহিদ হোসেন,শওকত মাহমুদ, বরকত উল্লাহ বুলু,যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার অবস্থা দেখলে হৃদয় ভেঙ্গে যায়, তাই বলে কি শেখ হাসিনা পিজি হাসপাতালে গিয়ে তাকে দেখলে মায়া হবে আর তাকে মুক্ত করে দিবেন? সেটা যদি কেউ ভাবেন তবে আন্দোলন করার যে মনোবল থাকা দরকার সেটাকে দুর্বল করছেন।কারণণ, রাজপথে আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তবে বিএনপি কেন আন্দোলন করতে সাহস পাচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি। বিএনপি নেতাকর্মদের উদ্দেশে মান্না বলেন, আন্দোলন করতে মাঠে নামবেন আর পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন পুলিশ বলবে আজকে মাঠে নামলে তোমরা গ্রেফতার হতে পারো আর কারোর হাড়ঘোরও ভাঙ্গতে পারে। আগে এসব যোগাযোগ বন্ধ করেন।
×