ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কড্ডায় পাওয়ার গ্রীডে অগ্নিকান্ড, বিদ্যুত সরবরাহ বিঘ্নিত

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ অক্টোবর ২০১৯

কড্ডায় পাওয়ার গ্রীডে অগ্নিকান্ড, বিদ্যুত সরবরাহ বিঘ্নিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কড্ডায় বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর ট্রান্সমিশন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় বড় ধরণের দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিদ্যুতের ওই গ্রীডটি। তবে আগুনে পুল ও ভূগর্ভস্থ বৈদ্যুতিক সরবরাহ ক্যাবলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় ও ক্ষতিগ্রস্থ হয়। এতে ওই গ্রীডের আওতায় ৬টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান। শনিবার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রীডের মেরামত কাজ করছিল বিদ্যুতের কর্মীরা। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) মোল্লাহ আবু জিহাদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন-উর-রশীদ জানান, গাজীপুর মহানগরীর কড্ডায় বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর ট্রান্সমিশন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনে শুক্রবার রাত ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রীডের ফোর পুল স্ট্রাকচার শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় গ্রীডের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান। আগুন গ্রীড থেকে আন্ডার গ্রাউন্ডের বিদ্যুৎ সরবরাহ লাইনে (বাইপাস লাইনে) ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০০ ফুটের মত ক্যাবল ও কাঠের পুল পুড়ে গেছে। এতে ওই গ্রীডের আওতায় ৬টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। পল্লী বিদ্যুতের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো না পৌছালে এ গ্রীডটি পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। ফলে অগ্নিকান্ডের এ ঘটনায় বড় ধরণের দূর্ঘটনা থেকে গ্রীডটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১'র জিএম যুবরাজ চন্দ্র পাল জানান, বিদ্যুত ট্রান্সমিশন কেন্দ্রের উপরের ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মাটির নিচের সরবরাহ লাইনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণে গাজীপুর পল্লী বিদ্যুতের প্রায় ৬টি ফিডারে প্রায় দুই ঘন্টার মত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুতের কর্মীরা রাতেই ক্ষতিগ্রস্থ ওই লাইন মেরামতের কাজ শুরু করেন। এঘটনার পর মেরামত কাজ চলাকালে শনিবার ভোর রাত তিনটার দিকে গ্রীড সংলগ্ন ইন্সুলেটর ক্র্যাক হলে আবারো বিদ্যুত সরবরাহ কাজে ব্যাহত হয়। অগ্নিকান্ডে গ্রীডের সরবরাহ লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুতহীন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ও এর কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে শনিবার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্থ ওই লাইন মেরামতের কাজ চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের সদস্য প্রকৌশলী মহিউদ্দিন, পরিচালক (আইটি) মো. আজম খান, তত্বাবধায়ক প্রকৌশলী বিরেন্দ্র নাথ সরকার, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম যুবরাজ চন্দ্র পাল, ময়মনসিংহ-২ ও ঢাকা -১ এর জিএম, কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম বাদল মিয়াসহ পল্লীবিদ্যুতায়ন বোর্ড এবং গাজীপুর পল্লীবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা আগুনে গ্রীডের ক্ষতিগ্রস্থ লাইনের মেরামত কাজের তদারকি করছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার বাসিন্দা অধ্যাপক আবুল হোসেন ও শাহানা সুলতানা বলেন, রাত পৌণে ১০টা থেকে শনিবার সকাল সোয়া ৭টা পর্যন্ত তাদের এলাকা বিদ্যুতহীন ছিল। একই কথা জানান, পাশের চান্দনা গ্রামের সফিউদ্দিন। তিনি জানান, শুক্রবার রাত ১০টা দিক থেকে সারা রাতই তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না।
×