ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড্রাগন ট্রি!

প্রকাশিত: ১০:৫০, ১৯ অক্টোবর ২০১৯

ড্রাগন ট্রি!

ড্রাগন টির কান্ড মাত্র একটা। মাথাটা দেখতে ছাতার মতো। দূর থেকে দেখলে মনে হবে যেন সারি সারি বিশালাকার ছাতা সাজিয়ে রেখেছে কেউ। এই ছাতাগুলোই হলো ড্রাগন ট্রি। যা এক প্রকার গাছ। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, বছরের পর বছর ধরে ড্রাগনের রক্ত বহন করে চলেছে এই গাছগুলোই। সে কারণে এদের বলা হয় ড্রাগন ট্রি। আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপে এদের দেখা যায়। গ্রীক পুরাণ মতে, হারকিউলিসকে হেসপেরাইডসের বাগান থেকে তিনটি সোনার আপেল ফিরিয়ে নিতে হবে। সেই আপেল পাহারা দিচ্ছিল শতমুখী ড্রাগন ল্যান্ডন। ড্রাগনকে না মেরে আপেল ফিরিয়ে আনা অসম্ভব ছিল। হারকিউলিসের সঙ্গে যুদ্ধে ড্রাগনের মৃত্যু হয়। ড্রাগনের লাল রক্ত ছড়িয়ে পড়ে চারদিকে। সেই রক্ত থেকেই ড্রাগন ট্রির জন্ম। আর সেই থেকেই ড্রাগনের রক্ত বুকে করে বয়ে নিয়ে চলেছে এই গাছ। ওই গাছ কাটলে রক্তের ধারা বইতে থাকে। তবে নাম যাই হোক না কেন, গাছটির উপকারিতা অনেক। -ইন্ডিয়া টুডে
×