ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় ইলিশ শিকারিদের ওপর নৌপুলিশের গুলি

প্রকাশিত: ১০:৩১, ১৯ অক্টোবর ২০১৯

 পদ্মায় ইলিশ শিকারিদের ওপর নৌপুলিশের  গুলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় নৌপুলিশের ডিআইজি আতিকুর ইসলামের নেতৃত্বে মা ইলিশ নিধনকারী জেলেদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময় জেলেদের মাছ ধরা ট্রলারের ওপর ৩৩ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। ক্রেতা ও জেলেদের নিকট থেকে চাঁদাবাজি ও ইলিশ ছিনতাইয়ের অভিযোগে ডিবি পুলিশের একজন উপপরিদর্শকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় আরও ১৪ জনকে। এ সময় জব্দ করা হয় প্রায় ৮ লাখ মিটার কারেন্ট জাল। পরে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। নষ্ট করে নদী তলিয়ে দেয়া হয় ২ শতাধিক ইলিশ ধরার নৌকা। দেড়শ’ ইলিশ নিয়ে ঢাকায় যাবার পথে সেনাবাহিনীর দুই সদস্যকেও আটক করা হয়। লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার জানান, বৃহস্পতিবার রাতে নৌপুলিশের ডিআইজি মোঃ আতিকুর ইসলামের নেতৃত্বে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান, মোঃ হারুনর রশীদ, নৌপুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপারের (শ্রীনগর সার্কেল) উপস্থিতিতে লৌহজংয়ের পদ্মার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ নিধন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ মা ইলিশ শিকারি জেলেদের ধরতে ৩৩ রাউন্ড গুলিবর্ষণ করে। ক্রেতাদের কাছ থেকে ইলিশ ছিনতাই ও জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের সাব ইনস্পেক্টর মোঃ আল আমিনসহ ডিবি পুলিশের পরিচয়দানকারী ৫ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। আটক করা হয় আরও ১৫ জন জেলে ও ইলিশ ক্রেতাকে। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় ৮ লাখ মিটার কারেন্ট জাল।
×