ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত ॥ নাসিম

প্রকাশিত: ১০:২৯, ১৯ অক্টোবর ২০১৯

 দেশে এখন আইনের  শাসন প্রতিষ্ঠিত ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মস্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- পঁচাত্তরে জাতির পিতার সঙ্গে যখন শেখ রাসেলকেও হত্যা করা হয়েছিল, তখন আজকের তথাকথিত মানবতাবাদী, মুখচেনা সুশীল সমাজ ও আইনের শাসনের দাবিদাররা নিশ্চুপ ছিলেন। খন্দকার মোস্তাক, জিয়া, বেগম খালেদা জিয়া ও এরশাদ সাহেবরা খুনীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছিলেন। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ রাসেল, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার হত্যার বিচার করেছে। দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তবে দলের নেতাকর্মীদের তিনি সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন- পরাজিত শক্তি এখনও চক্রান্ত করছে। তাদের চক্রান্ত থেমে নেই। তিনি শুক্রবার সন্ধ্যায় কাজিপুরে দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত এক কর্মী সভায় একথা বলেন।
×