ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনেরও মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৬, ১৮ অক্টোবর ২০১৯

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনেরও মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার বেলটিয়া গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড়বোনেরও মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের শিক্ষক অহিদুর রহমানের কন্যা তাবাসসুম (১৩) ও শিক্ষক আব্দুল হান্নানের ৭ বছর বয়সী ছেলে রাহাত। এরা দুজনেই আপন চাচাতো ভাইবোন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে তাবাসসুম রাহাতকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় শিশূ পুকুরের পাড়ে বসে ছিলো। হঠাৎ করে রাহাত পানিতে পড়ে যায়। তখন তাবাসসুম রাহাতকে উদ্ধার করতে যায়। এসময় রাহাত তাবাসসুমের গলা জড়িয়ে ধরলে তার ভর সামলাতে না পারায় দুজনেই পানির নিচে তলিয়ে যায়। এদিকে শিশু রাহাতকে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পাড়ে তাদের স্যান্ডেল দেখতে পুকরে খোঁজাখুজি শুরু করে তাদের দুজনের নিথর দেহ উদ্ধার করে। পরে লোহাগড়া উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে গেলে তাদের অনেক আগেই মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক বৈদ্যনাথ সাহা। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন জানান, ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
×