ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধিক মুনাফা

চট্টগ্রামে পেঁয়াজ বিক্রির দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ অক্টোবর ২০১৯

 চট্টগ্রামে পেঁয়াজ বিক্রির দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ৪৮ টাকায় কেনা পেঁয়াজ বিক্রি ৭৫ টাকায়। প্রতি কেজিতে লাভ ২৭ টাকা। শুক্রবার চট্টগ্রাম মহানগরীর রেয়াজুদ্দিন বাজারে পরিচালিত অভিযানে এমন চিত্র দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। অতি মুনাফা করার অপরাধে ভ্রাম্যমাণণ আদালত দুই প্রতিষ্ঠানকে অর্থদ-ে দ-িত করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম ও জিল্লুর রহমানের নেতৃত্বে শুক্রবার সকালে অভিযান পরিচালিত হয়। প্রধানত পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এ অভিযান। ভ্রাম্যমাণ আদালত মূল্যের বিক্রয়মূল্য প্রদর্শন না করাসহ বেশকিছু অনিয়ম প্রত্যক্ষ করে। অভিযানে রেয়াজুদ্দিন বাজারের চাল ডাল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের নথি পরীক্ষা করে দেখা যায়, মিয়ানমার থেকে আসা পেঁয়াজ প্রতি কেজি ৪৮ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আদালত এ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। মেহেরাজ স্টোর নামের আরেক প্রতিষ্ঠান ভারতের পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকায় কিনে ৯০ টাকায় বিক্রি করছে। এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কোন ধরনের কৃত্রিম সঙ্কট বা অনৈতিক মজুদ গড়ে যেন পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে বাড়তি ফায়দা আদায় করা না যায় সেজন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
×