ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবি আরিফুল হকের মুক্তি দাবি

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ অক্টোবর ২০১৯

 কবি আরিফুল হকের  মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি, লেখক ও সাবেক ব্যাংকার আরিফুল হক কুমারের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও মুক্তিযোদ্ধা মঞ্চ। শুক্রবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তার মুক্তি দাবি করা হয়। কবি আরিফুল হক কুমারকে ব্যাংকের একটি লেনদেন নিয়ে দায়ের করা মামলায় গত ১৫ অক্টোবর গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও মুক্তিযোদ্ধা মঞ্চ। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আরিফুল হক কুমার রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বনামধন্য কবি। তিনি বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক। এছাড়া রাজশাহীতে কবি-লেখকদের বৃহত্তর সংগঠন কবিকুঞ্জের সাধারণ সম্পাদকও তিনি। অথচ কোন তদন্ত না করেই তাকে সাধারণ অপরাধীদের মতো হাতে হ্যান্ডকাফ পরিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাজশাহীর সংস্কৃতিমনা মানুষ বিস্ময় প্রকাশ করেছেন। মানববন্ধন কর্মসূচী থেকে বক্তারা বলেন, মূল অপরাধী রাজশাহীর ঠিকাদার রাকা এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলামকে গ্রেফতার না করে আরিফুল হক কুমারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি ডাঃ আব্দুল মান্ননের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। অন্যদের মধ্যে এ কর্মসূচীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, রাবির প্রফেসর ড. সুজিত সরকার, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, রফিকুদুল্লাহ খান বাবুল, নাজিমুদ্দিন, কবিকুঞ্জের সদস্য মাজেদা আক্তার বীথি, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ।
×