ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতুড়ি দিয়ে পিটিয়ে নানিকে হত্যা॥ নাতির আত্মসমর্পণ

প্রকাশিত: ০৬:৫২, ১৮ অক্টোবর ২০১৯

হাতুড়ি দিয়ে পিটিয়ে নানিকে হত্যা॥ নাতির আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীর মাধবদীতে ভাত দিতে দেরি হওয়ায় নাতি পলাশ মিয়া (১৭) হাতুড়ি দিয়ে পিটিয়ে তার নানি ফুলমালা বেগমকে (৬০) হত্যা করেছে। হত্যার পর পুলিশকে ফোন করে আত্মসমর্পণ করেছে পলাশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাধবদী থানার কুড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলমালা কুড়েরপাড় গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী। তান নাতি পলাশ পার্শ্ববর্তী স্বর্পনিগৈর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানায়, স্বামীর মৃত্যুর পর ফুলমালা বেগম (৬০) তার মেয়ের ঘরের নাতি পলাশ মিয়াকে নিজের কাছে এনে স্কুলে ভর্তি করান। নানির কাছে থেকেই মাধ্যমিক পাস করে এখন কলেজে পড়ছে পলাশ মিয়া। বৃহস্পতিবার বেশি রাত করে বাড়ি ফেরায় নানি পলাশকে বকাঝকা করেন। এ সময় রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় পলাশ তার নানির পিঠে ঘুষি দেয়। এতে নানি ক্ষিপ্ত হয়ে পলাশকে লাথি মারেন। এরপর পলাশ হাতুড়ি নিয়ে নানি ফুলমালার মাথা ও মুখে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পলাশ নিজেই ফোনে পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার এবং পলাশকে গ্রেফতার করে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ভাত দিতে দেরি হওয়ায় নানি ও নাতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পলাশ হাতুড়ি দিয়ে আঘাত করে নানি ফুলমালাকে হত্যা করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
×