ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিখোঁজের একদিন পর হবিগঞ্জের অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:২১, ১৮ অক্টোবর ২০১৯

নিখোঁজের একদিন পর হবিগঞ্জের অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে নিখোঁজ সিএনজি চালক মামুন আহমদের মৃতদেহ একদিন পর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মামুন জেলার নবীগঞ্জ উপেজেলাধীন ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র। পুলিশ জানায়, আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মামুনের ব্যবহিৃত সিএনজি অটোরিক্সাটি ওই উপজেলার ইনাতগঞ্জ স্টেন্ডে পাওয়া গেলেও মামুনের হদিস মিলছিল না। ফলে আত্মীয়-স্বজনরা এই পুরো রাত মামুনের সন্ধানে নানা স্থানে খোঁজাখুঁজর পর বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করেন। পুলিশও হন্য হয়ে মামুনের খোঁজ করছিল। এমতাবস্থায় পুলিশের কাছে খবর আসে সিলেটের জগন্নাথপুর পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামস্থ পশ্চিম খালে কচুরি পানা ঢাকা এক মানুষের মৃতদেহ রয়েছে। এমন খবর পেয়ে পুলিশ সংশ্লিস্ট স্থান থেকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই মৃতদেহ উদ্ধার করে এবং এটি মামুন বলে শনাক্ত করা হয়। এসময় বিপুল সংখ্যক নারী-পুরুষ মৃতদেহটি দেখতে ভীড় করে। এদিকে সিএনজি অটোরিক্সার সাথে জড়িত চালক-হেলপাররা জানান, মামুন ছিল সদা হাস্যজ্জ্বল এক চালক। হাসিমুখে যাত্রীদের সাথে কথা বলে তার অটোরিক্সা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌছে দিতো। এদিকে পুলিশসহ সংশ্লিস্ট গাড়ী চালক-হেলপারদেরও প্রাথমিক ধারনা, শ্বাসরোধে মামুনকে কেউ হত্যা করে এবং তার মৃতদেহ উক্ত এলাকার খালে ফেলে দেয়। তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামুনের পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। চলছে কান্নার রুল।
×