ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে চান ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে চান ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানম›ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করতে চান। শহরে যা পাওয়া যায় গ্রামেরও যেন সেই সুযোগ থাকে। সেই লক্ষ্যে শহর থেকে ২৫/৩০ কিলোমিটার দূরে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান তিনি। সৃষ্টিকর্তা সহায় থাকলে আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পছন্দ হলেই নওগাঁর নিয়ামতপুরের এই ছাতড়া বিলে গড়ে উঠবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাথে লেক। ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি। আগামী নির্বাচনের আগে এলজিইডি আইডিভুক্ত একটি রাস্তাও কাঁচা থাকবে না। প্রত্যেকটি রাস্তা কার্পেটিং করা হবে। আপনাদের অভিযোগ করার সুযোগ দেবো না। আগামী নির্বাচনে প্রচারাভিযানে আপনারা বলতে পারবেন না যে, আমার রাস্তা কথা দিয়েও কেন পাকা হলো না। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার ছাতড়া বিলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণের জন্য পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, নিয়ামতপুর থানার ওসি তদন্ত হুমায়ন কবির ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
×