ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

প্রকাশিত: ১২:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

 মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় মুক্তিযুদ্ধকালীন একটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে কুমিল্লা সেনানিবাসের বোম ডিসপোজাল দল। বৃহস্পতিবার ক্যাপ্টেন তামিম তালহা হৃদয়ের নেতৃত্বে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল মর্টারশেলটি নিষ্ক্রিয় করে। এ সময় প্রকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের প্রবাসী দুবরাজ মিয়ার জমিতে মাটি কাটার কাজ করছিল একদল শ্রমিক। মাটি কাটার সময় প্রায় ২ ফিট গভীরে একটি মর্টারশেল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশের পক্ষ থেকে কুমিল্লা সেনানিবাসে অবহিত করা হলে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল এসে ওই জমিতেই শেলটিকে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন।
×