ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রবাসী কর্মীদের অভিজ্ঞতার স্বীকৃতি সনদ দেয়ার আহ্বান

প্রকাশিত: ১২:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

 প্রবাসী কর্মীদের  অভিজ্ঞতার স্বীকৃতি  সনদ দেয়ার  আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের কাজের অভিজ্ঞতার স্বীকৃতি সনদ বা রিকগনিশন অব প্রায়র লার্নিং দেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার দুবাইয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আবুধাবি ডায়লগের পঞ্চম মন্ত্রী পর্যায়ের আলোচনায় তিনি এ আহ্বান জানান। খবর বাংলানিউজের। ইমরান আহমদ বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের লাখ লাখ কর্মী কাজ করছেন। এদের অনেকে অদক্ষ বা স্বল্পদক্ষ কর্মী হিসেবে কাজে নিয়োজিত হলেও দীর্ঘদিন কাজের মাধ্যমে বিভিন্ন সেক্টরে দক্ষতা ও নৈপুণ্য অর্জন করেছেন। তাদের এই কর্মদক্ষতার স্বীকৃতি দিলে পরে তারা আবার নিজ দেশে বা বিদেশে কাজের সুযোগ পাবেন। বিভিন্ন সেক্টরে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যে প্রশিক্ষণ দেয়া হয়, তার পারস্পরিক স্বীকৃতি বা মিউচুয়াল রিকগনিশন দেয়ার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার বিষয়ে জোর দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মন্ত্রী পর্যায়ের এ আলোচনায় আবুধাবি ডায়লগের সদস্য দেশগুলোর মন্ত্রীরা সর্বসম্মতিক্রমে দুবাই ঘোষণা গ্রহণ করেন। এ ঘোষণা অনুযায়ী, আগামী দুই বছর পাঁচটি বিষয়ের ওপর কাজ করা হবে।
×