ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

প্রকাশিত: ১২:২৮, ১৮ অক্টোবর ২০১৯

সোনারগাঁয়ে ভুল  চিকিৎসায়  রোগীর মৃত্যু

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৭ অক্টোবর ॥ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার রহমত ম্যানশনে অবস্থিত একটি জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মালেকা বেগম (৩৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রাত ৮টার দিকে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের রুহুল আমিনের স্ত্রী মালেকা বেগমের পিত্তথলিতে পাথর ধরা পড়ায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে ২৫ হাজার টাকার চুক্তি মতো ডাক্তার কে এম রিয়াজ মোর্শেদ রোগীর পিত্তথলিতে অপারেশন করেন। এক পর্যায়ে রোগীর অবস্থা বেগতিক দেখলে ডাক্তার মোর্শেদ রোগীকে দ্রুত সানারপাড় প্রো-একটিভ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পালিয়ে যায়। রোগীর স্বজনরা মালেকা বেগমকে প্রো-একটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ম্যানেজার দিপু মিয়া জানান, রোগীর অন্য কোন অপারেশন করা হয়নি। শুধু পিত্তথলি থেকে পাথর অপসারণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার কে এম রিয়াজ মোর্শেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
×