ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে কাজ করবে ইইউ

প্রকাশিত: ১২:২৫, ১৮ অক্টোবর ২০১৯

 রোহিঙ্গা সঙ্কটের  স্থায়ী সমাধানে  কাজ করবে ইইউ

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইইউ প্রতিনিধিরা। বৃহস্পতিবার মেঘনা রাষ্ট্রীয় অতিথি ভবনে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ক বিস্তৃত ও জোরদারকরণের লক্ষ্যে সুশাসন এবং মানবাধিকার বিষয়ক সাব-গ্রুপের নবম সভায় এই কথা বলা হয়। সভায় বাংলাদেশের উন্নয়নে তারা সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। এছাড়া সুশাসন ও মানবাধিকারের সুরক্ষা প্রদানের মাধ্যমে সাধিত অগ্রগতি স্থায়ী রূপদান করার ব্যাপারে ইইউ প্রতিনিধিরা সহযোগিতার আশ^াস প্রদান করেন। বাংলাদেশের পক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ইউরোপিয়ান এক্সটারনাল এ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক বিভাগের প্রধান কারোলিন ভিনত যৌথভাবে সভাপতিত্ব করেন। সভায় প্রধান কারোলিন ভিনতের নেতৃত্বে একুশ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বাংলাদেশের বিশ মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি অংশ নেন।
×